লালমনিরহাটে অভিযান চালিয়ে মাদক ও সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার-৪
মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে জেলায় পৃথক পৃথক স্থান থেকে ১৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিভিন্ন মামলা ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সহ মোট ০৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলার হাতীবান্ধা থানা, কালীগঞ্জ থানা এলাকায় পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিভিন্ন মামলা ওয়ারেন্টভূক্ত ও সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানিয়েছেন লালমনিরহাট জেলার ৫ থানায় পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে ।