শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী যুবকর আটক

মো রাজিব হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি)
  • প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ দেখা হয়েছে :

পাবনার চাটমোহরে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকরে ফেসবুকে স্ট্যাটাসকারী যুবককে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
থানা সূত্রে জানাযায়, কটুক্তিকারী ওই যুবককে মঙ্গলবার (১২ নভেম্বর) আটকের পর তাকে পাবনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আগেরদিন দিনগত রাত সাড়ে ১২টায় পাবনা বাস টার্মিনাল এলাকা থেকে প্রশান্তকে আটক করা হয়।

উল্লেখ্য, হান্ডিয়াল বল্লভপুর গ্রামের কালাচাদ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৬) নামক যুবক বিভিন্ন সময়ে তিনি তার ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে আসছিলেন। গত ৯ নভেম্বর বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে মুসলিম জনতা প্রশান্তকে আটকের দাবীতে বিক্ষোভ কর। এক পর্যায়ে ১১ নভেম্বর সোমবার মুসলিম জনতার পক্ষ থেকে ওই যুবকের নামে চাটমোহর থানায় মামলা দায়ের হয়। মামলা নং-০৯।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী যুবককে আটক করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে পাবনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category