রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

চাটমোহরে বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মো রাজিব হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি)
  • প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮২ দেখা হয়েছে :

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের পর মঙ্গলবার (১২ নভেম্বর) পাবনা আদালতে তোলা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
আগের দিন সোমবার সন্ধ্যায় পাবনা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)র সহযোগীতায় চাটমোহর থানা পুলিশ পাবনা জেলা শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়। ডিবি’র ওসি হাসান বাসির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গত ৫ আগস্টের সারাদেশের মত ২৫ জুলাই পাবনার হান্ডিয়ালে বৈশম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে দমন, প্রতিহত ও নির্মূল করার জন্য হাত বোমা বিস্ফোরণ, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি সোটা নিয়ে ছাত্র জনাতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে চাটমোহর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় রাসেল জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত পর্যন্ত তাকে ডিবি থানা হেফাজতে রাখা হয়েছিল। মঙ্গলবার তাকে পাবনা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। রাসেল আহম্মেদ হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রবিউল করিম চেয়ারম্যান এর ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category