শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:

জামায়াতে ইসলামী রামগড় শাখার কর্মী সমাবেশ

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ দেখা হয়েছে :

নারে তাকবীর আল্লাহু আকবর আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এ স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখা উদ্যোগে এক কর্মী ও সুধী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ০৩ ঘটিকায় পৌরসভার মাষ্টারপাড়া শিল্পী কমিনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমীর মোঃ ফয়জুর রহমান এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমীরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমীর, অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন, জামায়াতে ইসলামী রামগড় শাখার সাবেক আমীর ডাঃ জামশেদুল আলম প্রমুখ।

কর্মী সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিক ভাবে কাজ করতে হবে। একইসঙ্গে মানুষকে সচেতন করতে হবে, যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়।

এসময় সম্মেলনে.জামায়াতে ইসলামী জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং ছাত্র শিবিরের জেলা উপজেলার নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category