সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ দেখা হয়েছে :

ব্যাটারি রিকশা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা: উপদেষ্টা জাহাঙ্গীর আলম

ব্যাটারি চালিত অটোরিকশা বিষয়ে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে, তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আশা করা যায় ভালো নির্দেশনা আসবে, সেটাই বাস্তবায়ন করব।”

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সড়কে কোনো দোকান থাকবে না।”

ভুয়া ও মিথ্যা মামলা প্রসঙ্গে তিনি বলেন, “ভুয়া ও মিথ্যা মামলা হচ্ছে, তা সত্য। যারা এসব মামলা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা মামলায় কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য জেলায় জেলায় কমিটি গঠন করা হবে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে এবং যদি কেউ অবনতির চেষ্টা করে, তাকে কঠোরভাবে দমন করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “অবসরপ্রাপ্ত পুলিশ ও আনসারদের মধ্যে থেকে ট্রাফিকিংয়ে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের চুক্তিভিত্তিকভাবে কিছুদিনের জন্য নিয়োগ দেওয়া হবে কমিউনিটি পুলিশিংয়ের মতো। আপাতত ঢাকায় ৫০০ জন নেওয়া হতে পারে। এর সঙ্গে শিক্ষার্থীরাও থাকবে আগের মতো।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category