সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৬ দেখা হয়েছে :

ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল, মুক-বধির বিদ্যালয় এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়য়ের ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।

দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার, যেমন খুশি তেমন সাজ, গান এবং নাচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণীদের মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

এছাড়া অংশগ্রহণ করা প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেয়া হয় সম্মাননা স্মারক।

আজ বুধবার আয়োজন শেষে খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রান্ত ডায়গনেস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের সভাপতি মো: সফিক উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category