রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

লালমনিরহাটে বিজিবি কর্তৃক ৯৬ বোতল ভারতীয় ফে*ন্সিডিল সহ গ্রেফতার ১

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ দেখা হয়েছে :
লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ অনন্তপুর বিওপির সীমান্ত হতে বিজিবি কর্তৃক ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ০১জন মাদক চোরাকারবারী আটক করেছে।
বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৫২০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ উত্তর অনন্তপুর কদমতলী মোড় নামক এলাকা দিয়ে মোটর সাইকেলযোগে একজন মাদক চোরাকারবারী মাদক পাচার করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে টহলদল আনুমানিক ০৫৪০ ঘটিকায় সীমান্ত পিলার ৯৪৭/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কদমতলী মোড় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ০৫৫০ ঘটিকায় বিজিবি টহলদল সোর্সের বর্ণনানুযায়ী মোটর সাইকেলযোগে ০১ জন মাদক চেরাকারবারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক চেরাকারবারীর নাম মোঃ শাহারুল ইসলাম (৪০), পিতা-মোঃ খলিলুর রহমান, গ্রাম-কান্ত নগর, থানা-সাদুল্লাহপুর, জেলা-গাইবান্ধাকে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবি অধিনায়ক লেফটেনাল কর্নেল শাহ মোঃ শাকিল আলম এসপিপি বিষয় নিশ্চিত করেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category