সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

যশোরে আ. লীগ-বিএনপি সং*ঘর্ষ, ক*কটেল বি*স্ফোরণ, আহত ১০

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ দেখা হয়েছে :

যশোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১০

যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই এলাকার আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করে। বুধবার সকালে চেয়ারম্যান এসএম মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন পরিষদে অফিস করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতারা তাকে বাঁধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ এসে শান্ত করে। পরে এদিন সন্ধ্যায় আবারও ইউপি চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করাসহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করা হয়।

সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহি উদ্দিন জানান, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদেরকে আহত করে। এ সময় তার কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিস ভাঙচুর করেছে।

সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এসএম মঞ্জুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালে চিকিৎসাধীন তার সমর্থকেরা জানিয়েছে, তাদের ওপর প্রতিপক্ষরা আগে হামলা করে। হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ চেয়ারম্যান তার পরিষদে আসে। সকালে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ শান্ত করে। পরে সন্ধ্যায় চেয়ারম্যানের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় পরিবেশ এখন শান্ত।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে কিছু কাঁচের বোতলের টুকরা পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category