রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

টাঙ্গাইলে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি, ৮ নারীসহ গ্রেফতার ১০

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ দেখা হয়েছে :

টাঙ্গাইলে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি, ৮ নারীসহ গ্রেফতার ১০

টাঙ্গাইলের মির্জাপুরে এক বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০), সেলিনা বেগম (৩২) ও জুলেখা বেগম (৩১)।

জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা গাজীপুরের সালনা থেকে গত শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে জেলার মির্জাপুরের সোহাগপুর এলাকায় অবস্থান নিয়ে একটি বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল।

এসময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়।

এনিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন। ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সেজেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নেয়। পরে সু-কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যায়। ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category