ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার তথ্য জানানো হয়। সানজিদা আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের একটি মামলায় আসামিদের অব্যাহতি চেষ্টায় সানজিদার সংশ্লিষ্টতার অভিযোগ আসার পর তার বিরুদ্ধে এই ব্যাবস্থা নেয়া হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সানজিদা।