শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

আ. লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৩১ দেখা হয়েছে :

আ. লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেবো না। যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে। কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকেই সিদ্ধান্ত নিতে হবে।’

দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সচিবালয় বুধবার (১ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা বলেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্যে দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজওয়ান হাসান বলেন, ‘এ সমস্ত কথা আসলে নির্বাচন কমিশন থেকেই আসতে হবে।’

এসময় উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি আপনারা কোনো অবস্থান দেখতেন সরকার এই দল নিষিদ্ধ করছে, তখন আপনারা এই প্রশ্নটা সরকারকে করতে পারতেন। তাছাড়া কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে।’

তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে আসা, না আসা সরকারের ওপর নির্ভর করছে না, এ প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এখনো পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব, এ রকম তো কোনো অবস্থান নেয়নি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal