রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ দেখা হয়েছে :

খাগড়াছড়ির রামগড়ে ৫০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
বুধবার ০৮ জানুয়ারী সকাল ৯ টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা সারজা চ্যারিটি ইন্টার ন্যাশনাল এর সার্বিক সহযোগীতা ও ফেনি চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহযোগীতায় স্থানীয় জনগোষ্ঠির মাঝে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পৌর বিএনপির সাংগঠনিক মোঃ ইলিয়াসের সঞ্চালনায় ফেনি চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান,পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড, কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। উদ্বোধনের শুরুতে প্রধান অতিথী কে ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা সারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল এর কর্মকতা ইন্জিনিয়ার খোরশেদ আলম ও ক্রেষ্ট প্রদান করেন ফেনি চক্ষ হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পরিচালক প্রফেসর মোঃ সিরাজ উদ্দৌলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দীন,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাফায়েত উল্লাহ্।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হাসপাতাল ও সারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল এর কমকর্তা-কর্মচারী, উপকারভোগী রোগী ও সাংবাদিকবৃন্দ।
চিকিৎসার সেবা প্রদান করেন চক্ষু বিশেঙ্গ ও সিনিয়র কন্সাল্টেন্ট ডাঃ রফিকুল ইসলাম ও ডাঃ হেমন্ত কুমার রায়।
ফেনি চক্ষু হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম জানান, সারজাহ চ্যারিটি ইন্টার ন্যাশনাল ৬০ জন রোগীকে ছানি অপারেশন করে আমেরিকান ল্যান্স প্রদান করবে। বর্তমানে আমরা ১৫০ জন কে বিনামূল্যে চশমা প্রদান করবো, রোগীদের কম খরচে অপারেশনের ব্যবস্থা ব্যবস্থা করা সহ তাদের খাওয়া দাওয়া যাতায়াত ব্যবস্থা করে দিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category