সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

ত্রিশাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেক ছাত্রদল নেতা এনামুল

নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ
  • প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ দেখা হয়েছে :

ত্রিশাল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেক ছাত্রদল নেতা এনামুল
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অত্র কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক এনামুল হক। বৃহস্পতিবার অপরাহ্নে তিনি এ দায়িত্বভার গ্রহন করেন। এর আগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্র কলেজের সিনিয়র সহকারি অধ্যাপক জয়নব রেখা। বৃহস্পতিবার তিনি কলেজ জীবনের শেষ কর্মদিবস শেষে রাত সাড়ে ১০টার দিকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। জয়নব রেখা ১.০৯ ২০২২ ইং সালে এ অত্র কলেজের ভারপ্রাপ্ত হিসেবে যোগদান করেন এবং ০৯.০১.২০২৫ ইং বৃহস্পতিবার পর্যন্ত অত্র কলেজের ভারপাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেন। অপর দিকে এনামুল হক ১৯৭০ ইং সালের ১ সেপ্টম্বর ত্রিশাল পৌর সভার ১ নং ওয়ার্ডে মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ উস্তাজুল করিম পীরজাদা মাওলানা আলতাফ হোসেন। অধ্যাপক এনামুল হক ১৯৯০ ইং সালে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্স ও ১৯৯১ ইং সালে একই বিষয়ে মাস্টার্স পাস করেন। ছাত্র জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি এবং ত্রিশাল পৌর সভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অত্র কলেজে ইসলামিক স্টাডি বিষয়ে ১৯৯৪ ইং সনের ৫ তারিখ প্রভাষক হিসেবে যোগদান করেন।
এখানে উল্লেখ্য যে এনামুল হক,বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শাখার সাবেক সহ সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category