সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

রামগড় স্থলবন্দর পরিদর্শন করলেন-উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন

মোঃ মাসুদ রানা খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ দেখা হয়েছে :

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।
রবিবার (১২ই জানুয়ারি) দুপুরে রামগড় স্থলবন্দরে সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ সহ স্থলবন্দরের নির্মানাধীন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরে রামগড় বন্দর কতৃপক্ষ, প্রশাসন, সীমান্ত নিরাপত্তা বাহিনী, আইন-শৃংখলা বাহিনীর সমন্বয়ে আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রামগড় স্থলবন্দরের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। সার্বিক বিষয়ে দ্রুত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠন করে যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহন করা হবে বলে পরিদর্শন কালে তিনি জানান।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এস.এম আবুল এহসান, জেলা প্রশাসক সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় ৪৩ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নূর উদ্দিন, ইউএনও মমতা আফরিন, ওসি মঈন উদ্দিন, রামগড় স্থলবন্দর ইনচার্জ মোহাম্মদ আমান উল্লাহ, স্থলবন্দর প্রকল্প পরিচালক সরোয়ার আলম সহ জেলা -উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category