সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে : প্রেস সচিব

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ দেখা হয়েছে :

রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আর যদি প্রয়োজনীয় সংস্কার চায় তাহলে আরও ছয় মাস বেশি লাগতে পারে। রোববার (১৯ জানুয়ারি) সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারপর সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে।

আওয়ামী লীগের বিষয়ে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার অনুশোচনাবোধ দেখছি না। এখনো তারা মিথ্যাচার করে যাচ্ছে। যারা অপরাধী তাদের প্রত্যেকের বিচার হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা রাজনীতির দলগুলোর বিষয়। তবে অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো। যার ফলেই অন্তরবর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category