সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

গুইমারা সেনাবাহিনীর অভিযানে অর্ধ কোটি টাকার গাঁ*জার খেত ধ্বং*স 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ দেখা হয়েছে :

খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা অভিযানে দুই একর গাজাখেত ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোক চক্ষুর আড়ালে  গহীন অরণ্য এসব গাঁজা খেতের চাষ করে আসছে।

এমন সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দকৃত ধ্বংস করা দুই একর খেতের গাঁজার মূল্য অন্তত অর্ধ কোটি টাকা বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনা কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category