সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

অনলাইন নিউজ ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ দেখা হয়েছে :

নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার তিনি তার ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের সমর্থকরা ভুলে রয়েছেন যে, দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলেও তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন না। কারণ, মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার না করা এবং খুন ও গুমের সঙ্গে জড়িতদের নির্মূল না করা পর্যন্ত তা সম্ভব হবে না।

তিনি উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং তাদের সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

পোস্টে আরও জানানো হয় যে, শফিকুল আলম সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা সমঝোতার চেয়ে দেশের সংস্কার এবং প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু কার্যক্রমের বিষয়ে অধিক সমর্থন জানিয়েছেন।

অবশেষে, শফিকুল আলম অভিযোগ করেন যে, আওয়ামী লীগের সমর্থকরা ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করছে, তবে বর্তমান প্রজন্ম এবার সেই ইতিহাসের কথা মনে রেখেছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category