শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে রেঞ্জ ডিআইজি ত্রিশালে বিএনপি নেতা মাও. গিয়াস উদ্দিনের ইন্তেকাল, ডা.লিটনের শোক প্রকাশ ত্রিশালে সুলভ মূল্যে গরুর গোস্ত,দুধ,ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী ত্রিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আনন্দ মোহন’র ইফতার ও দোয়া মোক্ষপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামাইকে নিয়ে আসব পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

বিএনপি ইসলামী আন্দোলনের বৈঠক,১০ টি যৌথ সিদ্ধান্ত

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪২ দেখা হয়েছে :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর সাথে বৈঠক করেন।

 ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার বেলা ১২টায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রতিনিধি দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকে ১০ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর নেতৃত্বে দলটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ বৈঠকে ১০টি যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা।

বৈঠক শেষে উভয় পক্ষ ১০ দফা সিদ্ধান্তের কথা জানান। সেগুলো হল-

১. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা।

২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী এবং অর্থ পাচারকারীদের দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করা।

৩. ভোটাধিকারসহ সব ধরনের মানবাধিকার রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা।

৪. ন্যূনতম সংস্কার কার্যক্রম সম্পন্ন করে দ্রুত একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অধিকারবঞ্চিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা।

৬. আওয়ামী ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

৭. ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্য থেকে বিরত থাকা।

৮. ভবিষ্যতে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, তা নিশ্চিত করা।

৯. ইসলামী শরিয়াহ্‌ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না।

১০. প্রশাসনে থাকা আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের দ্রুত অপসারণ।

বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category