শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে রেঞ্জ ডিআইজি ত্রিশালে বিএনপি নেতা মাও. গিয়াস উদ্দিনের ইন্তেকাল, ডা.লিটনের শোক প্রকাশ ত্রিশালে সুলভ মূল্যে গরুর গোস্ত,দুধ,ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী ত্রিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আনন্দ মোহন’র ইফতার ও দোয়া মোক্ষপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামাইকে নিয়ে আসব পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা—আন্ডার সেক্রেটারির সঙ্গে কনসাল জেনারেলের সাক্ষাৎ

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২৭০ দেখা হয়েছে :

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসাল জেনারেল জনাব মোঃ রাশেদুজ্জামান,দুবাইস্থ ‘মিনিষ্ট্রি অব হিউম্যান রিসোর্সেস এন্ড এমিরেটাইজেশন (MOHRE)’ -এর আন্ডার সেক্রেটারী জনাব খলিল ইব্রাহিম খোরি’র সাথে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি (মোহরী)এর কার্যালয়ে তিনি এই সাক্ষাৎকারের এসময় তিনি দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও স্থানান্তর সহজীকরণ এবং এদেশে বসবাসরত প্রবাসী কর্মীদের কল্যাণসহ দ্বিপাক্ষি ক নানা বিষয়ে আলোচনা করেন।

কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতেপ্রকৌশলী, ডাক্তার,নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিকহারে বাংলাদেশীদের নিয়োগের বিষয়ে জনাব খোরি’র দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশী নাবিকদের সাইন অফ/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে MOHRE-এর সহযোগিতা কামনা করেন। জনাব ইব্রাহিম খোরি কনসাল জেনারেল-এর অনুরোধ গুলো গুরুত্বসহকারে শোনেন এবং এ সকল বিষয়ে তার মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে কনস্যুলেট-এর শ্রম কল্যাণ উইং এবং MOHRE-এর সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category