শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে রেঞ্জ ডিআইজি ত্রিশালে বিএনপি নেতা মাও. গিয়াস উদ্দিনের ইন্তেকাল, ডা.লিটনের শোক প্রকাশ ত্রিশালে সুলভ মূল্যে গরুর গোস্ত,দুধ,ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী ত্রিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আনন্দ মোহন’র ইফতার ও দোয়া মোক্ষপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামাইকে নিয়ে আসব পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদপুরের দুই যুবককে ইতালিতে নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হত্যা

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ দেখা হয়েছে :

ফরিদপুরের দুই যুবককে ইতালি নিয়ে যওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যা করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৬) ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদারের (২৫) সঙ্গে এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি দালালচক্র। তাদের হত্যার পর পরিবারের স্বজনদের হোয়াটসঅ্যাপ নম্বরে তাদের ছবি পাঠিয়েছে খুনিরা।

আজ শুক্রবার হৃদয়ের পিতা মিন্টু হাওলাদার বলেন, ‘দুমাস আগে স্থানীয় আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হত্যা করা হয়েছে। অথচ তাকে ইতালি নেওয়ার কথা বলেছিল তারা।’
হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, ‘চার পাঁচদিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। ওরা আজ আমার ভাইয়ের লাশের ছবি পাঠিয়েছে। ১৬ লাখ টাকা দেওয়ার পরও বিদেশ থেকে ফোন করে আরো টাকা দাবি করছিল পাচারচক্র। সে টাকা না দেওয়ায় ওরা আমার ভাইকে খুন করেছে।’
ওই গ্রামের ফয়সাল হোসেন বলেন, ‘শুধু হৃদয় নয়, রাসেল নামের আরও একজনকে লিবিয়াতে হত্যা করা হয়েছে। ওই মানব পাচারচক্র এভাবে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলেই তাদের সঙ্গে খারাপ কিছু ঘটানো হয়। কখনো অত্যাচার কখনো প্রাণে মেরে ফেলে ওরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category