রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

রামগড় চা-বাগানে শ্রমিদের দুই গ্রুফের সংঘর্ষে আহত ৫

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৯ দেখা হয়েছে :

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

সরস্বতী পূজা মণ্ডপে মদ পান করে রামগড় লাগোয়া চট্রগ্রাম জেলার ফটিকছড়ির ০১ নং বাগানবাজার ইউনিয়নের রামগড় চা-বাগান শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষে  ৫ জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী দুপুরে রামগড় চা বাগানে সরস্বতী পূজায় মদ পান করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে, আহত ব্যাক্তিরা হলেন কুমার ত্রিপুরা (৪০) পিতা- পূর্ণ ত্রিপুরা, শ্যামল ত্রিপুরা ( ২০) পিতা- রবিন ত্রিপুরা, কসম ত্রিপুরা পিতা- হানাফ, বাফ্রু মার্মা( ২৭) পিতা- আবাই মার্মা, দয়ান ত্রিপুরা (৩১) পিতা- রস কুমার ত্রিপুরা, উভয় সাং বাজার চৌধুরী পাড়া। চার ব্যক্তিদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে।

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী  মুন্না ত্রিপুরা (২৩) জানান গতকাল সোমবার বাগানের বাজার চৌধুরী ব্লকে সরস্বতী পূজার অনুষ্ঠান করছিলাম, রাতের বেলায় ২৫ নং ব্লক থেকে কয়েকজন শ্রমিক মদ খেয়ে অনুষ্ঠানের লোকজনদের গালি দিচ্ছে, এসময় আমরা তাদের বাঁধা দিলে মারামারি শুরু হয়, এই ঘটনা রাতেই সমাদান করা হয়। আজ মঙ্গলবার আমাদেন পাড়া থেকে শ্রমিকরা  কাজে গেলে ২৫ নং ব্লকের জনজন কুমার ত্রিপরা, শ্যামল ত্রিপুরা, কসম ত্রিপুরা কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পরে উভয়ের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।  বাজার চৌধুরী পাড়ার এখনো ৪জন নিখোঁজ রয়েছে, তারা হলেন জীবন ত্রিপুরা, হৃদয় ত্রিপুরা, জয়ন্ত ত্রিপুরা, সবুজ ত্রিপুরা।

বাগানের মুন্না ত্রিপরা বলেন, সাথে সাথে আমরা বিজিবি ক্যাম্প , বাগান কর্তৃপক্ষকে জানিয়েছি, তবে কারো কোন সহযোগিতা পাইনি। আমাদের নিখোঁজ হওয়া ব্যক্তিরা কোথায় আছে আমরা তা জানিনা।

কর্মরত চিকিৎসক জানান, মারামারিতে দুই জনের মাথায় মারাত্মক জখম হয়েছে, সবাইকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা  হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category