রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের পর্যবেক্ষক হলেন ময়মনসিংহের জাকির হোসেন খান

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৩ দেখা হয়েছে :

বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ স্ট্র্যাটেজিক ক্লাইমেট ফান্ডের নাগরিক সমাজ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা-চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান। ২০২৫-২০২৭ মেয়াদে তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে চেঞ্জ ইনিশিয়েটিভ সিআইএফের অফিশিয়াল পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিযুক্ত হয়েছে। যা জলবায়ু সুশাসন শক্তিশালী করা এবং জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সংস্থাটির ভূমিকা আরো সুসংহত করবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিন্ডিকেট সদস্য জাকির হোসেন খান বলেন,‘সিআইএফের নীতি-নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের বিষয়।

জলবায়ু বিনিয়োগ নীতিগুলো যেন আরো স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর হয়, সে লক্ষ্যে আমরা সক্রিয় ভূমিকা রাখব। জলবায়ু অর্থায়নের জবাবদিহি নিশ্চিত করা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য যথাযথ অর্থায়ন কাঠামো গড়ে তোলার পক্ষে আমরা সুপারিশ করব।’

তিনি আরো বলেন, ‘আমরা অংশীজনদের সঙ্গে সমন্বয় করে এমন একটি নীতি কাঠামো গড়ে তুলতে চাই, যা প্রাকৃতিক-অধিকারভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে। সিআইএফের পর্যবেক্ষক হিসেবে চেঞ্জ ইনিশিয়েটিভ প্রধান চারটি কৌশলগত ক্ষেত্রে জোরদার ভূমিকা পালন করবে।

প্রথমত, বিশ্ব পর্যায়ে সিআইএফের নীতি ও কৌশলগত সিদ্ধান্তে সরাসরি অবদান রাখা; দিতীয়ত, জাতীয় জলবায়ু কৌশল ও নীতিমালাকে ন্যায্য ও টেকসই করার লক্ষ্যে তা যথাযথভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করা,তৃতীয়ত, স্থানীয় পর্যায়ে সিআইএফ অর্থায়নকৃত প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা,এবং চতুর্থত, জ্ঞান বিনিময় ও অন্তর্ভুক্তিমূলক জলবায়ু কর্মপরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বাড়ানো।

জাকির হোসেন খান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ধানিখোলার খান পরিবারের কৃতি সন্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category