শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে রেঞ্জ ডিআইজি ত্রিশালে বিএনপি নেতা মাও. গিয়াস উদ্দিনের ইন্তেকাল, ডা.লিটনের শোক প্রকাশ ত্রিশালে সুলভ মূল্যে গরুর গোস্ত,দুধ,ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী ত্রিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আনন্দ মোহন’র ইফতার ও দোয়া মোক্ষপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামাইকে নিয়ে আসব পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

পুলিশ ফুটবলে চ্যাম্পিয়ন ডিএমপি

রির্পোটারের নাম
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ দেখা হয়েছে :

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ২০২৩-২৪ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল সিলেট রেঞ্জ দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি জনাব বাহারুল আলম বিপিএম প্রধান অতিথি হিসেবে আকর্ষণীয় ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

খেলা শেষে ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি জনাব শেখ মোঃ সাজ্জাত আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। আইজিপি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এ সময় রেলওয়ে রেঞ্জের ডিআইজি ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক জনাব শেখ মোঃ রেজাউল হায়দার, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডিএমপির খেলোয়াড় ঈসা ফয়সাল। সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ময়মনসিংহ রেঞ্জের মোঃ আকাশ। তিনি সর্বমোট সাতটি গোল করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের ১৭টি দল চারটি ভেন্যুতে অংশগ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category