ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৫ জন কে গ্রেফতার করা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ১জন,মাদক মামলায় ২ জন, জুয়া আইনে ২ জন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফারুক মিয়া (৩০) পিতা-হারেজ আলী,মোঃ শাহীন মিয়া(৪৮), পিতা-আব্দুল সালাম,মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা মৃত রমজান আলী,মোঃ জিলানী (৩৫), পিতা-মোঃ আবুল হোসেন,মোঃ মুজিবুর রহমান (৪০), পিতা-মৃত আব্দুল খালেক। গ্রেফতারকৃতরা সবাই ত্রিশাল উপজেলা বাসিন্দা।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।