সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

ত্রিশালে ইসলামী ব্যাংকের অর্থায়নে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান

ডেস্ক রির্পোট
  • প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ দেখা হয়েছে :

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার কর্মকর্তাদের ব্যক্তিগত অর্থায়ানে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অনুদান
ইসলামী ব্যাংক, ত্রিশাল শাখার কর্মকর্তাদের ব্যক্তিগত অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
১৮ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এ অনুদান তুলে দেন ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগন।
জানা গেছে গত ৫ ফেব্রুয়ারী রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চারুকলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শাহ জালাল আহমেদ জনি ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তনের সময় পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। আহত শিক্ষার্থীকে চিকিৎসা বাবদ ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার কর্মকর্তাগন তাদের ব্যাক্তিগত অর্থায়নে ৯৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। ইসলামী ব্যাংকের ইভিপি ও ময়মনসিংহ জোন প্রধান আব্দুল কাদের সরদার ও ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার প্রধান মোঃ আনোয়ার হোসাইন ফুয়াদ এর নেতৃত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলমের হাতে অনুদানের টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসার ড. মো: জয়নাল আবেদীন দিদ্দিকী, ভারপ্রাপ্ত রেজিষ্টার প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ আব্দুল আওয়াল,পিও আনসারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু ফয়সাল খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category