শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে রেঞ্জ ডিআইজি ত্রিশালে বিএনপি নেতা মাও. গিয়াস উদ্দিনের ইন্তেকাল, ডা.লিটনের শোক প্রকাশ ত্রিশালে সুলভ মূল্যে গরুর গোস্ত,দুধ,ডিম বিক্রির কার্যক্রম উদ্বোধন বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের ২৫ জন স্ত্রী ত্রিশাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আনন্দ মোহন’র ইফতার ও দোয়া মোক্ষপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত বান্ডিল বান্ডিল টাকা দিয়ে জামাইকে নিয়ে আসব পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

মনপুরায় জে‌লে‌দের সুরক্ষায় জলদস্যুের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে – মৎস ও প্রাণিসম্পদ উপ‌দেষ্টা

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২ দেখা হয়েছে :
রাজবাড়ী প্রতিনিধি

মৎস ও প্রা‌ণিসম্পদ উপ‌দেষ্টা ফ‌রিদা আখতার ব‌লে‌ছেন, জলদস‌্যু‌দের হা‌তে আর যা‌তে কোন গরীব জে‌লেসহ কেউ ক্ষ‌তিগ্রস্ত না হয় সেজন‌্য জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।
২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোববার দুপু‌রে ভোলার মনপুরা উপ‌জেলার কলাত‌লি ইউনিয়‌নের চালচরে জে‌লে‌ নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মত‌বি‌নিময় সভা শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।
মৎস উপ‌দেষ্টা প্রধান অতিথির বক্তৃতায় আরও ব‌লেন, ‌প্রকৃত জে‌লে‌দের তথ‌্য নি‌য়ে স্বচ্ছভা‌বে জে‌লে নিবন্ধন করা হ‌বে। এ ক্ষে‌ত্রে কোন রাজ‌নৈ‌তিক প্রভাব কা‌জে আস‌বে না। এছাড়াও আমরা এখন বর্তমা‌নে চেষ্টা কর‌ছি নি‌ষেধাজ্ঞাকা‌লিন সম‌য়ে জে‌লে‌দের না‌মে বরাদ্দকৃত ২৫ কে‌জি চা‌লের প‌রিবর্তে ৪০ কে‌জি করা ও ৪০ কে‌জির প‌রিবর্তে ৫০ কে‌জি করা । এবং চা‌লের সা‌থে ডাল ও তেল দেওয়ার দাবী জে‌লে‌দের ন‌্যার্য দাবী। আমরা সেই দাবী পূর‌ণের চেস্টা কর‌বো।

তিনি বলেন, অবরোধকালিন সময়ে যেন ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে অবৈধভাবে মাছ ধরতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এবং অবৈধ মাছধরা রোধে ভারতের সাথে মিলিয়ে আমাদের নিষেধাজ্ঞা সময় নির্ধারন করা হবে। অন‌্যদি‌কে সাংবা‌দিক‌দের নৌ প‌রিবহন ও কর্মসংস্থান উপ‌দেষ্টা ব্রিগে‌ডিয়ালর জেনা‌রেল (অব:) ড. এম সাখাওয়াত হো‌সেন ব‌লে‌ছেন, জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোরভা‌বে ব‌্যবস্থা ও দ্রুত গ্রেফতা‌রের জন‌্য পু‌লিশ‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবি অফিসার মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এসময় আরো বক্তব‌্য রা‌খেন, বাংলা‌দেশ মৎস‌্য উন্নয়ন ক‌র্পো‌রেশ‌নের অ‌তি‌রিক্ত স‌চিব সুরাইয়ার আখতার জাহান, ব‌রিশালে মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমূখ।
পরে উপজেলার নতুন তালিকাভুক্ত জেলেদের মাঝে জেলেকার্ড বিতরন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পুরুষ জেলেদের পাশাপাশি নারী জেলেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টাদ্বয় চরফ্যাশন উপজেলার কুকরি মুকরি চরের উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুরে চর কুকরিমুকরিতে উপস্থিত হয়ে উপদেষ্টাদ্বয় নবনির্মিত লাইট হাউজ পরিদর্শন করেন। এবং মধ্যাহ্নভোজ শেষে সন্ধ্যায় মনপুরায় ফিরে আসেন। আজ সোমবার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া নামক স্থানে আদর্শ মৎস্যজীবি গ্রাম পরিদর্শন ও জেলেদের সাথে মতবিনিময় সভা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category