ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ এর সার্বিক দিক-নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে জুয়া খেলায় অভিযান করে ০৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সর্বমোট ১০ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
১। ০১টি জিআর গ্রেফতারী পরোয়ানা ০১ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
আনোয়ার হোসেন (৩৯), পিতা-ওয়েজ আলী ওরফে কডু মুন্সি, কোনাবাড়ী নদীর পাড়, ত্রিশাল, ময়মনসিংহ।
জুয়া আইনে গ্রেফতারকৃত ০৯ জন আসামীরা হলেন
১। শ্রী মিন্টু বর্মন (৩৪), পিতা-মৃত জীবন চন্দ্র বর্মন, কোনাবাড়ী নদীরপাড়, ০৬নং ত্রিশাল ইউনিয়ন
২। আবু সাঈদ (২৫), পিতা-মোঃ আঃ সাত্তার, ত্রিশাল চরপাড়া, ০৩নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা
৩। মোঃ শহিদুল ইসলাম (৩৫), পিতা-মৃত রফিজ উদ্দিন, দরিরামপুর, ০৯নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা
৪। নান্টু (৩০), পিতা-মৃত ফজলুল হক, সাং-দরিরামপুর, ০৭নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা
৫। আব্দুল কাদের জিলানী (২৭) পিতা- মোঃ মোতালেব, সাং-দরিরামপুর, ০৪নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা
৬। দুলাল উদ্দিন (২৭), পিতা-মৃত জামাল উদ্দিন, সাং-নওধার, ০৬নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা
৭। জহিরুল ইসলাম (২২), পিতা-মৃত আঃ কদ্দুস, সাং-দরিরামপুর ০৮নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা
৮। মো: কামাল (২৮), পিতা-মৃত আতিকুল ইসলাম, সাং-দরিরামপুর (ব্রাক অফিস মোড়), ০৯নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, সর্বথানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ।
৯। আ: কাদের জিলানী (৪২), পিতা-মৃত ছফির উদ্দিন, সাং-বাশরচর, ইউপি-শাহিদল, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-ত্রিশাল উজানপাড়া (ম্যানেজার মৌসুমী হোটেল) ০২নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ। সর্বমোট ১০ জন আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।