সরিষাবাড়ী থানার সীমান্তবর্তী এলাকা পরমান্দপুর ডোয়াইল চরে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার ঝোপনা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মমিন (১৮) কে রাতের অন্ধকারে হত্যা করে পার্শ্ববর্তী আব্দুস সামাদ এর ধান ক্ষেতে ফেলে রাখে। সংবাদ পেয়ে গতকাল সকালে পুলিশ উক্ত লাশ উদ্ধার করে জামালপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তার পরিবার থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। লাশ পাওয়ার পর পরেই সরিষাবা ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চাঁদ মিয়ার নেতৃত্বে তদন্ত শুরু করে সরিষাবাড়ী থানা পুলিশ। জামালপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জনাব ইয়াহিয়া আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এবং ডিবির এস আই আব্দুল্লাহ আল আজাদ দ্বয়ের তথ্য প্রযুক্তিসহ সার্বিক সহযোগিতায় রাতভর অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা এলাকা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামী সীমান্ত (১৯) কে গ্রেফতার করে সরিষাবাড়ী থানার এস আই মির্জা বদরুল হাসানের নেতৃত্বে একদল চৌকস পুলিশ টিম।। অদ্য ২৮.০২.২০২৫ তারিখ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি দোষ স্বীকার করে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দিলে বিজ্ঞ আদালত উক্ত জবানবন্দী রেকর্ড করেন।।