রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে পুলিশে চাকরি, ১৩ বছর পর গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৮ দেখা হয়েছে :

ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ মার্চ) রাতে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ ১৩ বছর পর তদন্তে প্রতারণার বিষয়টি উদঘাটিত হলে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে সেই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে মো. সুমন ২০১২ সালে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পরীক্ষায় অংশ নেন। মুক্তিযোদ্ধার নাতি কোটায় চাকরি পেতে তিনি তার প্রতিবেশী মো. হোসেন মিয়ার মুক্তিযোদ্ধা সনদ দাখিল করেন। প্রকৃতপক্ষে হোসেন মিয়া তার দাদা নন।

সূত্র জানায়, সুমনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলাকালেই গত বছরের ১ ডিসেম্বর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন। ২১ ডিসেম্বর প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

 প্রতারণার বিষয়ে ২০২৪ সালের ২১ অক্টোবর স্থানীয় যুবক মো. ফরহাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে তৎকালীন সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. দেলোয়ার হোসেনকে বিষয়টির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category