রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যান্সারাক্রান্ত তৌহিদের হাতে লক্ষ টাকার চেক দিলেন

ডেস্ক রির্পোট
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৪ দেখা হয়েছে :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ব্লাড ক্যান্সার আক্রান্ত তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য ১,০০০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক প্রদান করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন মো. তৌহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ তাঁর চিকিৎসার জন্য ‘তৌহিদের পাশে আমরা’ ব্যানারে এই অর্থ সংগ্রহ করে। এর আগে তাঁকে আরও তিন লক্ষাধিক আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে বিভাগের বিভাগীয় প্রধান জানান।
এ সময় উপাচার্য তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। চেক গ্রহণ করে তৌহিদ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ ও মাননীয় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাবাড়ি গ্রামের তৌহিদুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ২০০৯-২০১০ সেশনের এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ২০২৪ সালের জুলাই-আগস্ট এ ভারতের চেন্নাই গিয়ে প্রথম তাঁর এই রোগ ধরা পড়ে এবং তিনি জানতে পারেন ব্লাড ক্যান্সার ‘একিউট মাইলো প্লাস্টিক লিউকোমিয়া (এ এম এল)’ নামক দুরারোগ্য রোগে ভুগছেন তিনি। তাঁর এই দুরারোগ্য চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই চিকিৎসায় ইতোমধ্যেই তিনি ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে কেমো থেরাপি নেওয়া সম্পন্ন করেন। এখন তাঁর বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বলে চিকিৎক জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category