সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

পদোন্নতি পেয়েছেন ৩৭ পুলিশ কর্মকর্তা

ডেস্ক রির্পোট
  • প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৬১ দেখা হয়েছে :

বাংলাদেশ পুলিশের ৩৭ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে বিসিএস(পুলিশ ক্যাডার) সমমর্যাদায় সহকারী পুলিশ সুপার করা হয়েছে। শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। পদোন্নতি পেয়েছেন:- ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবির; সোয়াট টিমের সহকারী পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ; প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) মেরিনা আক্তার; সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা) মোহাম্মদ আবির হাসান, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) সালেহ মুহম্মদ জাকারিয়া; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-কোতোয়ালি জোন) পীযূষ কুমার দে; সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) মো. বকুল হোসেন; সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মো. ফয়েজ ইকবাল; সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) তানভীর হাসান,সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ডেমরা) মো.শরিফুল হক; সোনিয়া সহকারী পুলিশ কমিশনার (সিআরও) আসমা আক্তার; সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) সাইফুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো.শইমী ইমতিয়াজ; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) মো. জুনায়েদ জাহেদী; সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) ফারহানা মৃধা,সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ) নাসরিন সুলতানা, সহকারী পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ) রোকসানা ইসলাম সুজানা,সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) রাকিবা ইয়াসমিন; সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) জয়ীতা দাস; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শেরেবাংলা নগর জোন) উদয় কুমার সাহা,সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) মো. মোর্শেদুল হাসান পিপিএম; অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) মো. মাসুদ রানা; সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম-জোন) এহসানুল কামরান তানভীর,সরকার সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) শাওন কুমার, সহকারী পুলিশ কমিশনার (সিটি-স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ) ওবাইন পিপিএম-সেবা,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) মো. আরিফুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ) আবুল খয়ের। পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারগণ হলেন:-শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. জিয়া উদ্দিন খান, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক এসএম হাসিবুর রহমান বাবু,শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক অমল কান্তি রায়; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মারুফ আল-রাজী; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আবু সাঈদ; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আল মাসুদ খান; শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মোহা. মামুন অর রশীদ এবং শহর ও যানাবাহন পুলিশ পরিদর্শক মো. আলতাফ হোসেন মোল্লা। উল্লেখ্য,গত ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার পদে এই পদোন্নতি প্রদান করা হয়। প্রজ্ঞাপনে ডিএমপির ২৭ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শককে সহকারি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category