রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের এসআই হতে পুলিশ পরিদর্শক পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত মুক্তাগাছায় প্রেমিককে বশ করতে কবিরাজের কাছে এসে প্রেমিকা ধর্ষিতা শেরপুর পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারতের ঋণে বাংলাদেশে ২ সড়ক, লাভ কি? টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষর করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ শেখ হাসিনার চাচাত ভাই শেখ জুয়েল হলেন বিধান মল্লিক শেরপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী রুপালি গ্রেফতার ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান সমূহের সারসংক্ষেপ: ০৬-১৩ মার্চ ‘‘ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত”

মানিকগঞ্জের যুবক তৈরি করলেন বিমান- জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

ডেস্ক রির্পোট
  • প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৭ দেখা হয়েছে :

‘বিশ্ব দেখলো হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প/ বাংলার আকাশে লিখে দিলো সে আকাশ জয়ের গল্প/ এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।’ এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যোমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায়— নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ বুধবার সকালে (ফেব্রুয়ারি ০৫, ২০২৫) মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করতে যায়— ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন।
এসময় আরও উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পন্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটন-সহ দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানিগঞ্জের তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি।
তিনি জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত। জুলহাসের এই অদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন জনাব তারেক রহমান।
আতিকুর রহমান রুমন জানান, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।”

এছাড়া আতিকুর রহমান রুমন বলেন, জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যেকোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু অর্থিক সহযোগিতা করেছি।

উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা (২৮)। পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম।
সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা।

বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category