র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী রুমান আহমদ (৩১) গ্রেফতার ১। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ মার্চ ২০২৫ খ্রি. তারিখ বেলা অনুমান ১৬:৪০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন বত্রিশ এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-০৯/৩৭৮, তারিখ-০৭/০৯/২০২৪ খ্রি. ধারা-১৪৩/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৩৬/১১৪/৩৪ দঃবিঃ তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ ধারা এর তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামী ১। রুমান আহমদ (৩১), পিতা- মোঃ আব্দুল মান্নান, সাং- মনিপুর ঘাট, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ২। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।