শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

ওসি প্রত্যাহারের খবর শুনে থানায় পাওনাদারদের ভীড়

Reporter Name
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩১ টাইম ভিউ

ময়মনসিংহের নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।

আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ছাড়াও নানা ধরনের কর্মকাণ্ডের কারণে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেশ কিছুদিন ধরে ব্যাপক আলোচিত ছিলেন।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে কর্মস্থল ত্যাগ করেন হঠাৎ তাকে প্রত্যাহার করা হলে।

ফরিদ আহমেদের কর্মস্থল ত্যাগের খবর দেরিতে পেয়ে কমপক্ষে ৩০ জন পাওনাদার বিচ্ছিন্নভাবে থানায় এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

থানা সূত্রে জানা যায়, এক রাতেই তুচ্ছ ঘটনায় পাঁচটি অভিযোগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে রেকর্ডভুক্ত করার অভিযোগ ওঠে এ ওসির বিরুদ্ধে।

মহিলা আওয়ামী লীগের নেত্রী রুপালি গ্রেফতার

বিস্তারিত পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়,নান্দাইল থানার ওসি হিসেবে গত ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর যোগ দিয়েছিলেন ফরিদ আহম্মেদ। এর পর থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি চুরি ছিনতাইসহ আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি হয়েছে। বিশেষ করে পুরো উপজেলার আনাচে-কানাচে ইয়াবার কারবার, গ্রেপ্তার বাণিজ্য চলছিল নির্বিঘ্নে।

বিভেদপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ।

অন্যদিকে মামলা নেওয়ার নামে বিচার প্রার্থীদের হয়রানি করা হচ্ছিল নিয়মিত। এমন অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে তাকে প্রশাসনের নির্দেশে ময়মনসিংহের পুলিশ লাইনে সংযুক্ত করার একটি চিঠি পাঠানো হয়। চিঠি পেয়ে তিনি সবকিছু গুছিয়ে শুক্রবার ভোরে চলে যান ময়মনসিংহে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD