শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:০০ অপরাহ্ন

ভিনির গোলে নাটকীয় জয় পেল ব্রাজিল

Reporter Name
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

ভিনিসিয়ুস জুনিয়র ৯৮ মিনিটে গোল করে নিশ্চিত ড্র’য়ের পথে থাকা ম্যাচটা জিতিয়ে দিলেন ব্রাজিলকে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ সকালে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে ২-১ ব‍্যবধানে জিতেছে ব্রাজিল। আর তাতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দরিভাল জুনিয়রের দল।

লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে এদিন সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয়বঞ্চিত (একটি করে জয় ও ড্র) ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও দরিভাল জুনিয়রের শিষ্যদের ছিল বেগতিক অবস্থান।

এরপরও নিজেদের মাঠে এদিন শুরুর কাজটা করে রেখেছিল ব্রাজিলই। ম্যাচের ৬ মিনিটে পেনাল্টি আদায় করে নিয়ে দলকে এগিয়ে নেন রাফিনিয়া।পরে বিরতিতে যাওয়ার আগেই গোল দিয়েছে কলম্বিয়া। ৪১ মিনিটে লুইস ডিয়াসের গোলে ম্যাচে সমতা টানে কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধে পাল্লা দিয়ে হয়েছে লড়াই। দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত কেউ গোলের দেখা পায়নি। অবশেষে ইনজুরি টাইমে সেই সাফল্যের মুখ দেখে ব্রাজিল। শেষ মুহূর্তে ভিনির নাটকীয় এক গোলে অবিশ্বস্য জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD