শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৪২ টাইম ভিউ

২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১৩:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম মহোদয়ের সভাপতিত্বে ফেব্রুয়ারি/২০২৫ মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার-জনাব মো: মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল,ময়মনসিংহ।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- জনাব মোঃ আব্দুল হাদী , অফিসার ইনচার্জ, ফুলপুর থানা, ময়মনসিংহ ।

৩। শ্রেষ্ঠ এসআই-এসআই(নি:)/ মোঃ আব্দুল বারেক, ভালুকা মডেল থানা, ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এএসআই-এএসআই (নিঃ)/মোঃ মাহমুদুর রহমান, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ ।

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এএসআই(নিঃ)/ফরহাদ উদ্দিন, কোতোয়ালী মডেল থানা,ময়মনসিংহ।

৬। শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার- এসআই(নিঃ)/ সজীব কোচ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৭। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-এসআই(নিঃ)/ রফিকুল ইসলাম ,জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।

৮। সবোর্চ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার- টিএসআই/মোঃ এনামুল হক, সদর ট্রাফিক, ময়মনসিংহ।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2019 Breaking News
ESAITBD Sof-Lab UAE/BD