ভয়ংকর প্রতারক মশিউর রহমান খান বাবুকে (৪২) গ্রেফতার করেছেন পুলিশ।বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল রাজধানী ঢাকার আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে।
ভয়ংকর প্রতারক মশিউর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার গোপালপুর গ্রামের মোতালেব আলী খানের ছেলে।
থানা সূত্রে জানা যায়,ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে কোটালীপাড়া থানায় ২০টি মামলায় তার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান ,‘মশিউর রহমান বাবু প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এনেছেনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।