সাভার বিকেএসপির মাঠে ডিপিএলের খেলা চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে মোহামেডানের অধিনায়ক হিসেবে টসে অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব সূত্রে জানা যায়,শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তামিমের সাথে তার মা ও ভাই আছেন। হাসপাতালে আসার পর তামিমকে এনজিওগ্রাম করা হয়েছে, সেখানে দুইটি ব্লকেজ ধরা পড়েছে।