শুক্রবার, জুন ২০, ২০২৫ ||

রংধনু টিভি
হোম / অপরাদ

জন্মদিনে শুভেচ্ছা

সরকার আজিজ গণমানুষের কবি

প্রকাশ:

শনিবার, ফেব্রুয়ারী ১, ২০২৫ || ১১:৪২

308

কামাল মুহম্মদ

সরকার আজিজ গণমানুষের কবি

ছবিঃ সরকার আজিজের ফেসবুক থেকে সংগ্রহ করা।

কবি সরকার আজিজের জন্মদিন আজ। ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহন করেন। জন্মদিনে কবিকে শ্রদ্ধা জানাতে মুক্তদিনে লিখেছেন আরেক কবি কামাল মুহম্মদ।


কবিতা জীবনের নিগূঢ় সত্যের উচ্চারণ শিল্পের অন্যতম মাধ্যম বোধের অতল স্পর্শ করে কবিতা উঠে আসে শব্দের ঝংকারে কবি সরকার আজিজ সেই ঝংকার তৈরি করতে পেরেছেন নব্বইয়ের কাব্য আন্দোলনে নিজের কাব্য প্রতিভাকে মেলে ধরেছেন প্রথম থেকেই উত্তরাধুনিক চিন্তায় তাঁর কবিতা এক ভিন্নমাত্রায় ধাবিত হয় তাঁর কবিতা এই জনপদের মানুষের অধিকার নিয়ে কথা বলে আমরা তাঁর প্রথম কবিতার বই ' চলো যাই বলিনি'তেই তা টের পাই যখন তিনি উচ্চারণ করেন ' রাত বারোটায় এই বিস্তৃত ভূমি কার?' এই প্রশ্নের ভেতর দিয়ে আমরা তার চেতনার জায়গাটি বুঝতে পারি কবি সরকার আজিজ গণমানুষের কবি তার কবিতা প্রথাবিরোধী দ্রোহী কবিতা বলিষ্ঠ উচ্চারণে শোষণের বিরুদ্ধে সোচ্চার ইনিয়ে বিনিয়ে তিনি কথা বলেন না আমরা ব্যক্তি সরকার আজিজের সাথে তাঁর কবিতা মেলাতে পারি না সরকার আজিজ সামনাসামনি একজন সরল মানুষ, কিন্তু কবিতা লেখার সময় তেজি, এই দ্বৈরথ তিনি ধারণ করেন আমরা তাঁর কবিতায় বড় বাঁক লক্ষ্য করি ' জনপাদে ঘোড়ামানুষ' কাব্যগ্রন্থে এসে এটি তাঁর তৃতীয় গ্রন্থ এখানে এসে কবিতার স্বর নতুনত্ব নিয়ে আসে বাংলা কবিতায় নিজের সিলমোহর মেরে দেন এটি তাঁরজনপদে ঘোড়ামানুষ’ পাঠ করলে বোঝা যায়

 

কবি সরকার আজিজের প্রকাশিত গ্রন্থসমূহ: চলো যাই বলিনি, উত্তরে তুমি, জনপদে ঘোড়ামানুষ, সীমানায় কাঁটাতার, নির্বাচিত কবিতা, বীজ ছিটানোর দিন শ্বাসমূলের নিশ্বাস কবি সরকার আজিজ সমকালীন বাংলা কবিতার একজনগ গুরুত্বপূর্ণ কবি তার কবিতা বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছে কথা নির্দ্বিধায় বলা যায়। সরকার আজিজ ছোট কাগজ ‘ময়মনসিংহ জং’ এর সম্পাদক। বর্তমানে তিনি কবিতার পাশাপাশি নাগরিক সংগঠনের সঙ্গেও যুক্ত হয়েছেন।