শুক্রবার, জুন ২০, ২০২৫ ||

রংধনু টিভি
হোম / সারাদেশ

গফরগাঁও উপজেলা মডেল ফারিয়ার নতুন কমিটি গঠিত

প্রকাশ:

বুধবার, মার্চ ৫, ২০২৫ || ০৭:৫১

253

রোবেল মাহমুদ, গফরগাঁও (ময়মনসিংহ)

গফরগাঁও উপজেলা মডেল ফারিয়ার নতুন কমিটি গঠিত

ছবি :মুক্তদিন
‘অধিকার আদায়ে,আমরা সবাই একসাথে' এই স্লোগানকে সামনের রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে  কর্মরত ঔষধ কোম্পানির প্রতি‌নি‌ধি‌দের নিয়ে গঠিত মডেল ফারিয়ার (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন) নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলাবার সকালে মডেল ফা‌রিয়ার অ‌ফিস ক‌ক্ষে অনুষ্ঠিত মাসিক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। উপ‌স্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে  মো. সুশান খন্দকার সভাপতি , মো. নয়ন শাহ সাধারণ সম্পাদক,  আহসান হাবীব বিপ্লব  সাংগঠনিক সম্পাদক ও মো. এখলাছুর রহমানকে (কোষাধ্যক্ষ)   করে এ কমিটি গঠন করা হয়ে‌ছে। মডেল ফা‌রিয়ার নব নির্বাচিত  সভাপতি সুশান খন্দকার ও সাধারণ সম্পাদক নয়ন শাহ ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বিপ্লবকে উপস্থিত ফারিয়ার সদস্যরা অভিনন্দন জানান । 
সভায়  ময়মনসিংহ দক্ষিণ জেলা ফারিয়ার সভাপতি মো. ইয়াজুল হাসান লিটনসহ  গফরগাঁও উপজেলা মডেল ফারিয়ার সকল সদস্যরা অংশ নেয় ।