
প্রকাশ:
বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ || ০৯:৪৬
দেখা হয়েছে 118
মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি
হোম /
আন্তর্জাতিক
ছবি সংগ্রহিত
আমিরাত রাষ্ট্রপতি
ঈদুল আযহা উপলক্ষে ৯৬৩ বন্দীকে ক্ষমা করলেন আমিরাতের রাষ্ট্রপতি, বেশিরভাগই প্রবাসী
প্রকাশ:
বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫ || ০৯:৪৬
118
মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

ঈদুল আযহা উদযাপনের আগে, সংযুক্ত আরব আমিরাতের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠান থেকে ৯৬৩ জন বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
জানা জায় দেশটিতে বন্দীদের মধ্যে বেশিরভাগই প্রবাসী। তবে কোন দেশের কতজন মুক্তি পেয়েছেন তা জানা যায়নি।
প্রতি বছর দুই ঈদের সময় দেশটির প্রেসিডেন্ট কিছু বন্দীদের মুক্তি দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন অপরাধের জন্য জে’ল খাটছিলেন। আরও একটি মানবিক ইঙ্গিত হিসেবে, শেখ মোহাম্মদ মুক্তিপ্রাপ্ত বন্দীদের আর্থিক দায়বদ্ধতা মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
এই উদ্যোগ ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার, পারিবারিক বন্ধন জোরদার করার এবং আমিরাতি সমাজের মধ্যে করুণা, ক্ষমা এবং সামাজিক সংহতির মূল্যবোধকে শক্তিশালী করার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতিশ্রুতি প্রতিফলিত করে।