সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

সার্কুলেশন

রংধনুটিভি দেশের সবচেয়ে বহুল প্রচারিত অনলাইন। ন্যাশনাল মিডিয়া সার্ভে বা জাতীয় গণমাধ্যম জরিপ অনুসারে, এমন পাঠক বিবেচনা করলে পাঠকসংখ্যা ১ কোটি ৮ লাখ। জনগোষ্ঠীর বিভিন্ন আর্থসামাজিক স্তরের কাছে গ্রহণযোগ্যতার বিচারে রংধনুটিভি অদ্বিতীয়। প্রচারসংখ্যায় অন্যদের সঙ্গে এর দূরত্ব অনেক।

পাঁচটি আর্থসামাজিক স্তরের সব কটিতেই রংধনুটিভি পাঠকের হার সর্বোচ্চ। আয়ের নিরিখেও সমাজের উচ্চ আয়ের মানুষের মধ্যে রংধনুটিভির জনপ্রিয়তায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। রংধনুটিভির নেটওয়ার্ক দেশের মধ্যে সবচেয়ে বড়।

প্রথাগত খুচরা বিতরণ নেটওয়ার্কের বাইরে রংধনুটিভির করপোরেট সাবস্ক্রিপশনের ব্যবস্থা আছে। বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে রংধনুটিভি এই সেবা দিয়ে থাকে। বিশেষ উপলক্ষেও এই সেবা দেওয়া হয়।

 তথ্য কিংবা অনুসন্ধান জানতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন: 01715818783




© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal