মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

ময়মনসিংহে যুবদলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন 

রির্পোটারের নাম
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ দেখা হয়েছে :

ময়মনসিংহে যুবদলের বিভাগীয় সমাবেশ রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে টাউন হল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এ সময় তিনি বলেন,বিএনপির আশ্রয়ে রাজনীতি করে হঠাৎ তারা এখন ফেরেশতা সেজেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা এখন বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছে, বিএনপির বিপক্ষে কথা বলছে। অথচ যাদের প্রতি আমরা সহানুভূতিশীল ছিলাম।’

সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘সারা দেশে দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা তৈরি করছে। সজাগ থাকতে হবে কেউ যেন বিএনপির নাম করে চাঁদাবাজি বা দখলবাজি করতে না পারে। কোনো দুর্বৃত্ত যেন দলে ঢুকতে না পারে, তা খেয়াল রাখতে হবে। যারা জীবনবাজি রেখে গত ১৫ বছর সংগ্রাম করেছে তারা যেন বিজয়ের স্রোতে তলিয়ে না যায়, আমরা তাদের মনে রাখব।’

ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক টুটুর সভাপতিত্বে ময়মনসিংহ(দঃ)জেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রুকন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব,শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ,সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal