০৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার ভোলার মনপুরা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা অফিস কার্যালয় উদ্বোধন ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসরের নামাজের পর মনপুরা উপজেলার হাজিরহাট বাজারের পশ্চিম পাশের গলিতে (কৃষি ব্যাংকের দক্ষিণ পাশে নিচ তলায়) ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা অফিস কার্যালয় উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী কর্মসূচী শুরু হয়। পরে দাওয়াতি সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কার্যালয়টির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েতুল্লাহ নুরনবী।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা ও ছাত্র আন্দোলন সহ সকল অঙ্গ সঙ্গঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর উপজেলা অফিসেই দাওয়াতী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দাওয়াতী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েতুল্লাহ নুর নবী। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইউনুস আহমদ এর সঞ্চালনায় এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা মার্কাজুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা মফিজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা বহুমুখী মাদ্রাসার মুহতামিম মাওলানা নেসার আহমদ, উপজেলা মাকবুলিয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল মান্নান সাহেব, মনপুরা মার্কাজ মসজিদের খতীব মুফতি ইউছুফ সাহেব ও হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাফেজ মাওলানা তালহা প্রমূখ।