এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
ভোলা জেলায় ৮ সেপ্টেম্বর রবিবার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৪ পালন করা হয়েছে।
সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন,জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোঃ মোতাসিন বিল্লাহ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মাইনুল হোসেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জনে সবাইকে উদ্বুদ্ধ ও সচেতন হওয়ার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত সমাজ গঠনে নির