মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে যৌথবাহিনী হাতে গ্রেপ্তার

রির্পোটারের নাম
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ দেখা হয়েছে :

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ভাঙচুরের ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাশকতার মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য নায়েব আলী শহরের আরাপপুর এলাকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়।

সেই দুই মামলায় প্রধান আসামি করা হয় নায়েব আলী জোয়ার্দারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal