মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

বি আর ই এল রাজবাড়ী শাখার বার্ষিক সম্মেলন

রির্পোটারের নাম
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ দেখা হয়েছে :

এম মনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি।
শনিবার বিকেল রাজবাড়ী আজাদী ময়দানের নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজলীগ(বিআরইএল) রাজবাড়ী শাখার বার্ষিক সম্মেলন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
রেলওয়ে শ্রমিক নেতা মাহফুজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেনবিআরইএল এর কেন্দ্রীয় সভাপতি মোঃ আক্তারুজ্জামান।
সম্মেলনে মো,সেকেন পাটাদারকে সভাপতি ও মো, আনিচুর রহমানকে সাধারন সম্পাদক করে আাগামী এক বছরের জন্য ২৩সদস্য বিশিষ্ট বিআরইএল এর রাজবাড়ী শাখা গঠিত হয়।

ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন বিআরইএল এর রাজবাড়ী শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতের জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, বিআরইএল এর কেন্দ্রীয় কার্যকরি সভাপতি মো, সেলিম পাটোয়ারী, জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার,জামায়াতের রাজবাড়ী পৌর আমীর ডা, হাফিজুর রহমান,সাইফুল ইসলাম ও রনজু বিশ্বাস।
সূধী সমাবেশে বক্তারা রাজবাড়ীতে “রেলওয়ে উন্নয়ন ও শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান” নিয়ে গঠনমূলক অগ্রণী ভুমিকা রাখার আশ্বাস প্রদান করেন।

ছবি দেয়া আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal