৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আকাশ পথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে।
শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে বেশ কয়েকবারই ভারত নিশ্চিত করেছে যে তাদের আশ্রয়েই আছেন শেখ হাসিনা। খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে সেই দেশে আশ্রয় নিয়েছেন তিনি এমনটাও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
তবে বরাবরই শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কোন তথ্য দেয়নি দেশটি। দিল্লিতে কোথায় এবং কিভাবে রয়েছেন শেখ হাসিনা সে বিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।
এতসব জল্পনা-কল্পনার মাঝে বুধবার (১৮ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে।
এ ছাড়া খবরে দাবি করা হয়েছে, শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন।তিনি তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সাথে রেখেছেন।