মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সুনামধন্য প্রাইভেট ক্যাডেট মাদ্রাসা জাবালে নুর গার্লস মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্প্রতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জাবালে নুর মাদ্রাসার সভাকক্ষে অধ্যক্ষ এটিএম আব্দুস সালাম নিজামীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আব্দুল হাই। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংস্থা পাহাড়িয়া সোসাইটির চেয়ারম্যান ও রামগড় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন, পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন মো: হারুনুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য যে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে আবাসিক এলাকায় অবস্থিত, অত্যাধুনি জাবালে নুর গার্লস মাদ্রাসাটিতে ১৪ জন সু-দক্ষ শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে মনোরম পরিবেশে পাঠদান চলমান রয়েছে।