সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

সম্মিলিত শিক্ষক সমাজের মানববন্ধন

রির্পোটারের নাম
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ দেখা হয়েছে :

জাহাঙ্গীর আলম.

শিক্ষার বৈষম্য দূরীকরনে জাতীয় করণের দাবিতে “বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ” সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা পরিবার স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে শিক্ষক সমন্বয়কগণ স্মারকলিপি প্রদান করেন।

বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও তারুন্দিয়া জগৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় মানব্বন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শামসুল ইসলাম, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ ফারুক, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আকন্দ, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান শাহীন, চরনিখলা  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম ওমর ফারুক আহমেদ, পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরুল হক ভূঁইয়া, আবুল মনসুর বকুল, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাকুয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক সালাউদ্দিন মানিক, সাটিহারী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।

মানব্বন্ধনে বক্তারা বলেন, শিক্ষার সকল বৈষম্যের একমাত্র সমাধান জাতীয়করণ। শিক্ষা জাতীয়করণে উপকৃত হবে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা করে তাদের জীবনমান উন্নয়ন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষণ পূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষাব্যবস্থা হবে সার্বজনীন, সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের সন্তান যেনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায়, তা নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে উচ্চতর বিশেষ বেতন কাঠামোর কোন বিকল্প নেই। জাতীয় স্বার্থে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের স্বার্থে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে, শিক্ষা ক্ষেত্রের সকল বৈষম্য দূরীকরণ করা সম্ভব বলে বিশ্বাস করে সারা দেশের বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসা শিক্ষক শাহ্‌ নেওয়াজ মিতু, কাজির বলসা দাখিল মাদরাসার শিক্ষক ইকরামুল হক সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কারিগরির শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category



© All rights reserved ©  রংধনুটিভি ২০২৪
ESA IT BD Software Lab Trishal